Type Here to Get Search Results !

যুবকদের কিছু সমস্যা

0

 


বই  : যুবকদের কিছু সমস্যা 

লেখক  : মুহাম্মদ বিন ছালেহ আল-উছায়মীন

অনুবাদক : আব্দুল্লাহ

প্রকাশক : হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ 


আল্লাহর অশেষ রহমতে আমরা সঊদী আরবের বিখ্যাত আলেম ও সে দেশের সর্বোচ্চ ফৎওয়া বোর্ডের আমৃত্যু সদস্য (১৪০৭-২১ হি.) মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (১৩৪৭-১৪২১ হি./১৯২৯-২০০১ খৃ.) রচিত مِنْ مُشْكِلاَتِ الشَّبَابِ বইটির বঙ্গানুবাদ ‘যুবকদের কিছু সমস্যা’ সম্মানিত পাঠকবৃন্দের হাতে তুলে দিতে সক্ষম হ’লাম। ফালিল্লাহি’ল হাম্দ। ইতিপূর্বে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর মুখপত্র ‘তাওহীদের ডাক’-য়ে (১১তম সংখ্যা মার্চ-এপ্রিল’১৩ এবং ২৮তম সংখ্যা সেপ্টেম্বর-অক্টোবর’১৬) পুস্তকটির বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে। এ গুরুত্বপূর্ণ পুস্তকে সম্মানিত লেখক যুবকদের পরিচয় ও শ্রেণীবিভাগ, তাদের পথভ্রষ্ট হওয়ার মৌলিক কারণ সমূহ ও তার প্রতিকার, সৃষ্টিকর্তা ও তাক্বদীর সম্পর্কে যুবকদের মনে সৃষ্ট সংশয়ের জবাব এবং যুবকদের সম্পর্কে কতিপয় হাদীছ উল্লেখ করেছেন।

যুবসমাজ মুসলিম উম্মাহর ভিত্তি ও অমূল্য সম্পদ। কিন্তু ইসলাম সম্পর্কে মিথ্যা প্রোপাগান্ডার কারণে তাদের একটা বড় অংশ আজ ইসলাম বিমুখ। কুরআন ও ছহীহ সুন্নাহর পথ ছেড়ে তারা আজ নানা বিজাতীয় দর্শন-চিন্তায় মোহগ্রস্ত। নিজেদের দায়িত্ব-কর্তব্য ও মর্যাদা সম্পর্কে তারা আত্মবিস্মৃত। অসৎ সঙ্গ, অশ্লীল বই ও বস্ত্তবাদী পত্র-পত্রিকা পাঠ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহজলভ্যতার কারণে তাদের মধ্য থেকে ক্রমশঃ নীতি-নৈতিকতা বিদায় নিচ্ছে। ফলে তারা পরিণত হচ্ছে পশু স্বভাবের ভোগবাদী মানুষে। এই বিরুদ্ধ স্রোতকে লেখক সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এ বইয়ে।

নবীন অনুবাদক আহমাদুল্লাহ পুস্তকটি আরবী থেকে বাংলায় অনুবাদ করেছেন এবং ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী নূরুল ইসলাম ও আহমাদ আব্দুল্লাহ ছাকিব এটির সম্পাদনা করেছেন। আমরা তাদের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনা করছি। সেই সাথে আশা প্রকাশ করছি যে, বইটি বিদগ্ধ পাঠকবৃন্দের নিকট গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ।

এ বইটি পাঠের মাধ্যমে যুবসমাজের মধ্যে দ্বীনের প্রতি ঐকান্তিক আগ্রহ সৃষ্টি হ’লে এবং তারা সমাজ সংস্কারে কান্ডারীর ভূমিকা পালন করলে আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করুsন- আমীন!


DOWNLOAD 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ