Type Here to Get Search Results !

★ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

Dr.Khondokar Abdullah Jahangir Books




=> সরাসরি গুগোল ড্রাইভ থেকে ডাউনলোড করুন <=

  • আল ফিকহুল আকবার – ইমাম আবু হানিফা PDF
  • আল মউযুআত – ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর Download
  • আল্লাহর পথে দাওয়াত – ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর.  PDF
  • ইসলামী আকীদা – ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর.  PDF
  • ইসলামে পর্দা – ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর.   PDF
  • ইসলামের নামে জঙ্গিবাদ – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর.  PDF
  • ঈদ ই মিলাদুন্নবী প্রবর্তন ও প্রবর্তকঃ একটি ঐতিহাসিক পর্যালোচনা –PDF
  • এহইয়াউস সুন্নাহ বা সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদ আতের বিসর্জন  PDF
  • কিতাবুল মোকাদ্দস ইঞ্জিল শরীফ ঈসায়ী ধর্ম – ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর. PDF
  • কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা – ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর. PDF
  • কুরআন-সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জা – ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গ.  PDF
  • কুরবানী ও জাবীহুল্লাহ – ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর.  PDF
  • খুতবাতুল ইসলাম – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর.  PDF
  • পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা – ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর.  PDF
  • রাহে বেলায়াত ও রাসুলুল্লাহর সাঃ যিকির-ওযীফা – ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গ.  PDF
  • সহীহ মাসনূন ওযীফা – ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর.  PDF
  • সালাতের মধ্যে হাত বাঁধার বিধান – ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর.  PDF
  • হাদীসের নামে জালিয়াতি Download
  • জিজ্ঞাসা ও জবাব ১ম খন্ড - ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর . Download
  •  জিজ্ঞাসা ও জবাব ২য় খন্ড - ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর . Download

ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর এর পুরো নাম হচ্ছে ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। তিনি একাধারে ছিলেন সুবক্তা, ইসলামী চিন্তাবিদ, অধ্যাপক, লেখক এবং টিভি আলোচক ছিলেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি হাদিসের নামে জালিয়াতি, রাহে বেলায়েত, খুতবাতুল ইসলাম, আল ফিকহুল আকবর প্রভৃতি বই লিখে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন।
জন্ম ও পরিচয়ঃ
ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের পিতার নাম হচ্ছেন খন্দকার আনোয়ারুজ্জামান এবং মাতার নাম হচ্ছে বেগম লুৎফুন নাহার। তিনি ঝিনাইদাহের ধোপাঘাট অঞ্চলের গোবিন্দপুর গ্রামে ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর শিক্ষা জীবনঃ
আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসায়। এখান থেকেই পর্যায়ক্রমে দাখিল, আলিম শেষ করেছেন ১৯৭৭ সালে একই প্রতিষ্ঠান থেকে ফাজিল ও ১৯৭৯ সালে হাদিস বিভাগের উপর কামিল পাশ করেন। তারপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে সৌদি আরবে চলে যান এবং তিনি সৌদি আরবের রিয়াদের ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করেন। ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সৌদি আরবে পড়াশোনা করার সময় তিনি রিয়াদের তৎকালীন গভর্নরের কাছ থেকে দুইবার সেরা ছাত্রের পুরস্কার গ্রহন করেন। কর্মজীবনঃ
পড়াশুনা শেষে তিনি সৌদি সরকারের লোভনীয় চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশে ইসলামী জ্ঞান বিতরণের জন্য দেশে ফিরে আসেন। ১৯৯৮ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেছিলেন। এখানে শিক্ষকতা করার সময় তিনি ১৯৯৯ সালে ইন্দোনেশিয়া থেকে ইসলামী উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৯ সালে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদে উন্নীত হন। এছাড়াও ঢাকার দারুসসালাম মাদ্রাসায় খন্ডকালীন শায়খুল হাদীস হিসেবে তিনি বুখারী শরীফের উপর পাঠ দান করতেন। ওয়াজ মাহফিলঃ
কর্মজীবনের শিক্ষকতার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ওয়াজ মাহফিলে ইসলামী আলোচনা করতেন। এছাড়াও বিভিন্ন টিভিতে আলোচনা ও ইসলামিক বই লেখালেখিতে তিনি তাঁর অধিকাংশ সময় ব্যয় করতেন। তিনি পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন বাংলা, ই টিভিসহ বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে ইসলামী আলোচনার অনুষ্ঠানে নিয়মিত আলোচনা করতেন। ইউটিউব চ্যানেলঃ
আবদুল্লাহ জাহাঙ্গীর বিভিন্ন এলাকায় গিয়ে সরাসরি ওয়াজ করার পাশাপাশি অনলাইনেও সক্রিয় ছিলেন। তার ভিডিও ফেসবুক ও ইউটিউবে পাওয়া যায়। তার নিজের নামে ফেসবুক-ইউটিউব একাউন্ট রয়েছে। বই পুস্তক লেখালিখিঃ
ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর তার বর্ণাঢ্য কর্মময় জীবনে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ইসলামী সমাজ সংস্কার গবেষণা ও শিক্ষামূলক প্রায় ৫০ টিরও অধিক গ্রন্থ রচনা করেছেন। আরবি ভাষাঃ
তার লেখা গ্রন্থ গুলির মধ্যে আরবি ভাষায় রচিত তার গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ হচ্ছে আদাবুল হাদিস, ২০০৭ সালে প্রকাশিত। ইংরেজি ভাষাঃ এছাড়াও তিনি ইংরেজি ভাষায় রচনা করেছেন A Woman From Desert (১৯৯৫) Guidance For Fasting Muslims (১৯৯৭) A Summary Of Three Fundamentals of Islam. (১৯৯৭) বাংলা ভাষাঃ
রচিত গ্রন্থ গুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছেঃ এহইয়াউস সুন্নাহ - (জানুয়ারি, ২০০৭) কুরআন-সুন্নাহর আলোকে পোশাক - (জানুয়ারি, ২০০৭) খুতবাতুল ইসলাম - (জানুয়ারি, ২০০৮) বাংলাদেশে উসর বা ফসলের যাকাত - (জানুয়ারি, ২০০৯) ইসলামের নামে জঙ্গিবাদ - (জানুয়ারি, ২০০৯) রাহে বেলায়াত - (জানুয়ারি, ২০১৩) পবিত্র বাইবেলঃ পরিচিত ও পর্যালোচনা - (জানুয়ারি, ২০১৬) হাদিসের নামে জালিয়াত- (জানুয়ারি, ২০১৭) কুরআন সুন্নাহের আলোকে শবে বরাত - (জানুয়ারি, ২০১৭) কুরআন সুন্নাহের আলোকে ইসলামী আকিদা - (জানুয়ারি, ২০১৭) সালাতের মধ্যে হাত বাধার বিধান - (জানুয়ারি, ২০১৭) সহি মাসনুন অযিফা - (জানুয়ারি, ২০১৭) ফুরফুরার পির আল্লামা আবু জাফর সিদ্দিকি আল মাজুয়াত - (জানুয়ারি, ২০১৭) জিজ্ঞাসা ও জবাব ( ৩ খণ্ড) - (জানুয়ারি, ২০১৮) সালাত, দোয়া ও জিকির- (জানুয়ারি, ২০১৮) আল্লাহর পথে দাওয়াত, কুরবানী জবিহুল্লাহ, রোজা, ইসলামের তিন মূলনীতি ইত্যাদি। অনুবাদঃ
ফিকহুস সুনান আল অসার (৩ খণ্ড) - (জানুয়ারি, ২০১৯) আল ফিকহুল আকবর - (জানুয়ারি, ২০১৪) অবদানঃ
তিনি আস সুন্নাহ ট্রাস্ট নামক একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার মাধ্যমে গরীব ও মেধাবী শিক্ষার্থী ফ্রি পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। এছাড়াও তার গ্রন্থ ও ওয়াজ মাহফিলের বক্তব্য দেশের বিখ্যাত ব্যক্তিগন রেফারেন্স হিসাবে ব্যবহার করে থাকেন। দেশের ইসলাম প্রচার ও প্রসারে ব্যপক অবদান রেখেছেন বলে ধারণা করেন আলেমগন। মৃত্যুঃ
অবশেষে বাংলাদেশের প্রথিতযশা ইসলামিক পণ্ডিত ব্যক্তিত্ব ২০১৬ সালের ১১ মে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। আল্লাহ্‌ তায়ালা ইসলামের এই মহান জ্ঞানসাধককে তার মৃত্যু পরবর্তী জীবনের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। ব্যক্তিগত তথ্যঃ
ইউটিউব চ্যানেলঃ
Dr Khandaker Abdullah Jahangir ফেসবুক ফ্যান গ্রুপঃ
Khandaker Abdullah Jahangir ফেসবুক ফ্যান পেইজঃ
Dr.Khandaker Abdullah Jahangir

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ